জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করে হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে, তা অবিশ্বাস্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অপরিসীম অবদান। বাংলাদেশের এক কোটি লোককে আশ্রয়, তাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেছে। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বাংলাদেশে সংঘটিত গণহত্যার কথা তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া যাবে না- এ দাবি হেফাজত ও অন্যান্য সংগঠন কীভাবে করল?