স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে গুলি করে মানুষ হত্যা, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য।
মানববন্ধনে বক্তারা গুলি করে মানুষ হত্যার প্রতিবাদ জানান। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম, সাকিব আলী, আবু তালেব দেওয়ান, এস এম এ কবীর হাসান, সাকিব আনোয়ার প্রমুখ। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।