‘নিয়ন্ত্রণ’ কেটেছে, দেশে ফিরেছে ফেসবুক

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ২১:৪৪

দেশে ফেসবুকের ওপর থেকে ‘নিয়ন্ত্রণ’ তিন দিন পর তুলে নিয়েছে সরকার। গত শুক্রবার সন্ধ্যা থেকে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। আজ সোমবার সন্ধ্যা থেকে এ সমস্যা দেখা যাচ্ছে না।


এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র প্রথম আলোকে বলেন, ‘ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল। সেটা এখন আর হচ্ছে না।’


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় শুক্রবার থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সংঘর্ষের পর ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। শনিবার রাতে ফেসবুক এক বিবৃতিতে প্রথম আলোকে জানিয়েছিল, বাংলাদেশের সেবা সীমিত হওয়ার বিষয়টি তারা জানে। ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।


<b><a href="https://www.bbc.com/bengali/news-56561689" target="_blank">ফেসবুক কবে খুলবে তা 'বলা যাচ্ছে না' - বিটিআরসি</a></ b>


সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুককে বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তিন দিন ধরে বন্ধ রাখার পর সংস্থাটি এখন বলছে, কবে তা খুলে দেয়া হবে তা 'বলা যাচ্ছে না'।


ফেসবুকের তরফ থেকে শনিবারই বিবৃতি দিয়ে বলা হয়েছে, যে বাংলাদেশে তাদের 'একাধিক সেবা সীমিত করার' বিষয়ে অবগত আছে তারা, 'বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে' এবং আশা করছে যে, 'দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে'।


<b><a href="https://www.kalerkantho.com/online/info-tech/2021/03/29/1018751" target="_blank">ফেসবুক কবে ঠিক হবে? যা বললেন মোস্তাফা জব্বার</a></ b>


দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে গত শুক্রবার বিকেল থেকে সমস্যার মুখোমুখি হচ্ছে । ফেসবুক কখনো ডাউন, আবার কখনো বন্ধ থাকায় লগ ইন করা, পোস্ট দেওয়া এবং মেসেঞ্জার ব্যবহার করে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে তারা। তবে বিশ্বের ওয়েবসাইট ডাউন মনিটরিং সাইট ‘ডাউন ডিটেক্টরে’ বিশ্বের কোথাও ফেসবুক ব্যবহারে বিপত্তির তথ্য নেই।


শুধু দেশে এই সমস্যা কেন হচ্ছে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ফেসবুক সেবা সীমিত আছে। এখনো যে অবস্থা আছে তাতে কখন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে আমার তা জানা নেই। যে অবস্থা আজকেও গেছে, তাতে মনে হচ্ছে কিছুটা সময় হয়তো লাগতেও পারে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা কিছু ব্যক্তিগত অসুবিধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিন তারা যে লাইভ অনুষ্ঠানগুলো করেছে, এগুলো ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 


<b><a href="https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A6%87" target="_blank">বাংলাদেশে ফেসবুক নিয়ন্ত্রিত, জানাল ফেসবুকই</a></ b>


বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যে নিয়ন্ত্রিত রয়েছে, তা এবার জানাল ফেসবুক কর্তৃপক্ষই।


শনিবার সন্ধ্যায় বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। বিষয়টি আরও বুঝতে তারা কাজ করছে।


<b><a href="https://www.ittefaq.com.bd/national/232218/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE" target="_blank">ফেসবুক ব্যবহারে হঠাৎ সমস্যা</a></ b>


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ বিকলে ৫ টা থেকে অনেকেই ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে ঢুকতে পারছে না বলে জানা গেছে।


সমস্যার কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us