চলমান অস্থিরতার মধ্যেই মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০৯:৪৮
মিয়ানমারের চলমান অস্থিরতার মধ্যেই সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) সকালে রাজধানী নেইপিদোতে আয়োজন করা হয় সামরিক প্যারেডের। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান মিন অং লাই।
এদিকে দেশটিতে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৩২০ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। তবে, হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।