মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সেনাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা তিন শ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে এক-চতুর্থাংশের মাথায় গুলি করা হয়েছে।
অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এপিপিপি) ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অভ্যুত্থানের পর থেকে প্রায় তিন হাজার মানুষকে গ্রেপ্তার, অভিযুক্ত ও শাস্তি দেওয়া হয়েছে।
এপিপিপি জানায়, ২৫ মার্চ পর্যন্ত সেনাবিরোধী বিক্ষোভে ৩২০ জন নিহত হয়েছেন। দেশটিতে প্রতিদিনই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে সংস্থাটি জানায়।
তবে, সামরিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার পর্যন্ত ১৬৪ জন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন।
এপিপিপি ডেটা থেকে জানা যায়, নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হত্যার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে লক্ষ্য করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।