কথা সাহিত্যিক ও গবেষক ড. আখতার হোসেনের মাতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের শাশুড়ি আলহাজ মাজেদা খাতুনের মরদেহ ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।