আগে যক্ষ্মা বা টিবি রোগের নাম শুনলেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ত। সেই রোগীর ত্রিসীমানায় কেউ সহেজে যেত না। কিন্তু এখন চিকিৎসায় এ রোগ সহজেই সারিয়ে ফেলা যায়।
যক্ষ্মা’ শব্দটা এসেছে ‘রাজক্ষয়’ থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ (রোগা) হয়ে পড়েন। যক্ষ্মা প্রায় যে কোনো অঙ্গে হতে পারে (ব্যতিক্রম কেবল হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ঐচ্ছিক পেশি ও থাইরয়েড গ্রন্থি)। যক্ষ্মা সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে।