যে কারণে সৌদি যুবরাজের বিরুদ্ধে যাবেন না বাইডেন

প্রথম আলো বার্নার্ড হাইকেল প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২১:০০

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন—মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এমন রিপোর্ট দেওয়ার পরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করেছে। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের কার্যত শাসক, এমন বিবেচনায় বাইডেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। এটি বহু মানুষকে ক্ষুব্ধ করেছে। তবে বাইডেন সঠিকভাবে যুক্তরাষ্ট্রের অন্যতম বৈদেশিক সম্পর্কসংক্রান্ত পদক্ষেপ নিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে পআবার সাজাতে চায় এবং সে ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের সামনে কোনো ব্যক্তি ইস্যু বাধা হতে পারে না। খাসোগি হত্যা ইস্যুতে ব্লিঙ্কেনের এ বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us