বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিলো ভারত
প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ২১:১৪
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আব্দুল মুমিন বাপ্পার (৩৭) লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৬টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের বটুলী চেকপোস্ট এলাকা সংলগ্ন স্থানে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।
পরে নিহত বাপ্পার পিতা আব্দুর রউফের হাতে লাশ হস্তান্তর করা হয়। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কদমতলা থানার পুলিশ লাশ নিয়ে সেখানে পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে বাংলাদেশের পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ।