সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ও তৎপরবর্তী আইনি প্রক্রিয়ায় নজর এখন দেশের সচেতন মহলের। ওই ঘটনায় করা দুটি মামলায় আসামি করা হয়েছে দেড় হাজার জনকে। রোববার (২১ মার্চ) পর্যন্ত দুই মামলায় প্রধান আসামিসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৭ মার্চের ন্যক্কারজনক ঘটনাটির জন্য প্রথম দিকে হেফাজতে ইসলামের সমর্থকদের দিকে অভিযোগের তীর গেলেও প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন (৫০) গ্রেফতার হওয়ার পর আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।