শাল্লা নিয়ে তোলপাড় চলছে। রামু, মানিকগঞ্জ, নীলফামারী ও নাসিরনগর নিয়েও হৈচৈ হয়েছে আগে। ধর্মীয় উসকানিতে হিন্দু বাড়ি, মন্দিরে হামলা। বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, ঘটছে। এখন উসকানি বা প্ররোচনা দিতে ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। নামে বেনামে সেখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে হেয় করছে। তারই প্রতিহিংসার অংশ হিসেবে ঝাঁপিয়ে পড়ছে একে অপরের ওপর। বাহ্যিকভাবে ধর্মের মান রক্ষার ‘কাজিয়া’ মনে হলেও মূলত কাজ করে জমি দখল বা ক্ষমতা দখলের মতলব।