দেশের প্রধান বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জের জলাবদ্ধতা নিয়ে অনেক কথা হয়েছে। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান কিছু কিছু পদক্ষেপও নিয়েছে। কিন্তু সেসব উদ্যোগ আয়োজন যে কোনো কাজে আসেনি, খাতুনগঞ্জের ক্রমাবনতিশীল অবস্থাই তার প্রমাণ। চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় সরকারের পরিকল্পনা কমিশনের ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত গবেষণায় দেখা যায়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত এক দশকে খাতুনগঞ্জ এবং এর পাশের আছদগঞ্জ ও কোরবানীগঞ্জে আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার ৫১৫ কোটি টাকা। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গবেষণায় আর্থিক ক্ষতি নির্ধারণের ক্ষেত্রে পাঁচ ধরনের হিসাব বিবেচনায় নেওয়া হয়েছে, যার মধ্যে আছে জলাবদ্ধতা, অবকাঠামো ও সম্পদের ক্ষতি, অবকাঠামো খাতে বাড়তি বিনিয়োগ, পরিবহনসেবা ও শ্রম খাতে কর্মঘণ্টা নষ্ট এবং যানজটে বাড়তি পরিচালন ব্যয়। ব্যবসায়ীরা বলেছেন, জলাবদ্ধতার কারণে প্রতিবছর ক্ষয়ক্ষতি বাড়ছে। দোকান বা গুদামে পানি ঢুকে পণ্য নষ্ট হচ্ছে। অনেকের গুদাম পরিত্যক্ত হয়েছে। কম দামেও পণ্য বিক্রি করতে হয় ব্যবসায়ীদের।