পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাণ্ডকারখানা ঠিক বুঝে উঠতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। জরুরি অবস্থা সম্পর্কে অবগত থেকেও কোনো বিকল্প পরিকল্পনা না রাখায় বোর্ডের ওপর রীতিমতো নাখোশ ৪১ বছর বয়সী এ মারকুটে অলরাউন্ডার।
আফ্রিদির ক্ষোভটা মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা স্থগিত করার কারণে। টুর্নামেন্টে অংশ নেয়া ছয় ক্রিকেটার এবং এক টিম স্টাফের করোনা পজিটিভ হলে ২০টি ম্যাচ বাকি রেখেই স্থগিত করে দেয়া হয়েছে পিএসএলের ষষ্ঠ আসর। বাকি ম্যাচগুলো কবে হবে তা নিয়েও কারও কাছে নেই নির্দিষ্ট তথ্য।