গেল বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন বাবর আজম। এরপর শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নেতৃত্ব হাতে নিয়ে পাকিস্তানের শুরুটা ভালো করতে পারেননি শাহিন আফ্রিদি। দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের ব্পিক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে গেছেন তিনি। কিন্তু দলের হতশ্রী অব্স্থার পরিবর্তন করতে পারেননি শাহিন। কোনো রকমে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পেয়েছেন। সিরিজ হেরেছেন ৪-১ ব্যবধানে।