ছেলেসন্তানকে ঘরের কাজ শেখান

সারাক্ষণ জিয়া হাসান প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১২:৪৫

ব্যক্তিগত এবং দৈনন্দিন জীবনে খুব ছোট ছোট কাজে আপনার মনোযোগ, একাগ্রতা একসময় আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। সেই ছোট ছোট কাজ কী? বরং ঘুরিয়ে বলা যাক, কোনটি নয়? প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পোশাক পরা, নখ কাটা, দাঁত মাজা, স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রতিদিন নিজের কাজগুলো নিজে করার অভ্যাস করা, খাবারের পর প্লেট ধুয়ে রাখা, মশারি টানানো থেকে শুরু করে নিজের জুতা পলিশ- সবই এর মধ্যে অন্তর্ভুক্ত।

সন্তানকে ছোটবেলায় এই লাইফ স্কিলগুলো চর্চা করালে সেটা পরবর্তী সময়ে তাকে স্বনির্ভর, স্বাবলম্বী মানুষ হতে সাহায্য করবে। অনেক মাকে বলতে শুনেছি, আমার ছেলে কোনো দিন নিজে হাতে পানি ঢেলেও খায়নি। যেন এটা বিরাট কৃতিত্ব। আসলে এটা একটা বিশাল ব্যর্থতা। বিশেষ করে ছেলেসন্তানদের ঘরের কাজ, নিজের কাজ নিজে করতে না শেখালে সে এক রকমের প্রতিবন্ধী হয়ে বড় হয়। বড় হয়ে সে যখন সংসারজীবনে প্রবেশ করে, তখন সে ধরেই নেয় ঘরের কাজ কিংবা রান্নাঘরের কাজ মানেই স্ত্রীদের কাজ কিংবা মেয়েদের কাজ। আর ঝামেলার শুরু হয় সেখান থেকেই। ‌এই বৈষম্যের বীজ তার মনে বপন করা হয়েছিল তার ছোটবেলাতে তাকে ঘরের কাজ করতে না দিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us