কোয়ারেন্টাইন, ক্যাম্পের পালা শেষ। নিউজিল্যান্ড সফরে এবার আনুষ্ঠানিকভাবে সিরিজের মূল লড়াইয়ের আবহে প্রবেশ করলো বাংলাদেশ দল। পাঁচদিনের ক্যাম্প শেষে বুধবার কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে এসেছে টাইগাররা। চার ঘণ্টার বাস ভ্রমণ শেষে বিকেলে এসে ডানেডিনের সিনিক সার্কেল হোটেলে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এখানেই ইউনিভার্সিটি ওভাল মাঠে আগামী ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।
বুধবার ডানেডিন থেকে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, বুধবার বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার অনুশীলনে নামবে পুরো দল। নৈসর্গিক সৌন্দর্যের আভাস কুইন্সটাউন থেকে অবশ্য অস্বস্তি নিয়েই ডানেডিনে এসেছে বাংলাদেশ শিবির। সেই অস্বস্তিটা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। উরুতে টান পড়া তামিম ও হাঁটুর চোটে পড়া মোসাদ্দেক প্রস্তুতি ম্যাচ খেলেননি।