করোনা ঠেকাতে আবারও মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ২১:২৮
আবারও বেড়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে ফের মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।
করোনার প্রাদুর্ভাব ও সচেতনতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। মাঝে করোনার প্রার্দুভাব কমে যাওয়া জেলা প্রশাসনের অভিযানও কিছুটা শিথিল ছিল। সরকারি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রীপরিষদ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।