যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৬৩ যাত্রী কোয়ারেন্টিনে

প্রথম আলো প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৮:৫৬

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ১৬৩ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে যুক্তরাজ্যের হিথ্রো থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্যে ১৫৮ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে এবং ৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিমানবন্দর ও সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৫৮ যাত্রীকে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলগুলোতে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫৮ জনের মধ্যে ব্রিটানিয়া হোটেলে ৩৮ জন, অনুরাগ হোটেলে ২৬ জন, নূরজাহান হোটেলে ৮ জন, হলিগেট হোটেলে ৩৩ জন, হলি সাইড হোটেলে ৬ জন, স্টার প্যাসিফিক হোটেলে ১২ জন, লা রোজ হোটেলে ১৫ জন, লা ভিস্তা হোটেলে ১০ জন, রেইনবো গেস্ট হাউসে ১০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us