আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। নদী রক্ষায় করণীয় নিয়ে সরব হবেন বিশ্ববাসী। কিশোরগঞ্জেও দিবসটি উপলক্ষে আজ রোববার রাস্তায় থাকবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মীরা। জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে যখন তাঁরা মানববন্ধন করবেন, তখনো প্রাণ যায় যায় অবস্থা থাকবে নরসুন্দা নদীর।
কিশোরগঞ্জ শহরের বুক চিরে বয়ে গেছে নরসুন্দা নদী। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে ২০১২ সালে পুনঃখনন ও পুনর্বাসনের বড় প্রকল্প নেওয়া হয়। তবে শতকোটি টাকা ব্যয়ের পরও নদীটির করুণ অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং শহরের অংশে নরসুন্দা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।