বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম একটি অনন্য নাম বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের যুদ্ধ শেষে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। শুধু এই নয় মাসের সংগ্রামেই কি বাংলা ভাষাভিত্তিক ‘বাংলাদেশ’ জাতিরাষ্ট্রের স্বাধীনতা এসেছে? যদি উত্তরে হ্যাঁ বলা হয়, তাহলে বঙ্গবন্ধুর অবদানকে ছোট করা হয়। বাংলার স্বাধীনতা প্রতিষ্ঠার হাজার বছরের ইতিহাস মুছে যায়।