সুনামগঞ্জ শহরে অবস্থিত সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়টি মাধ্যমিক স্কুল হিসেবে যাত্রা শুরু করে ১৯৪০ সালে। বিদ্যালয়টিতে এখন মোট শিক্ষার্থী প্রায় ১ হাজার ২০০। বিদ্যালয়টির লেখাপড়া হয় দুই পালায় (শিফট)। কিন্তু শিক্ষকের ৫২টি পদের মধ্যে আছেন ৩০ জন। ফলে শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে অনেক চাপে থাকতে হয় শিক্ষকদের।
ঢাকার সেগুনবাগিচা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়েছে ৫৮ বছর আগে। এখন প্রায় ৮০০ শিক্ষার্থী পড়ে। গড়ে প্রতি ৬০ শিক্ষার্থীর জন্য একটি বাথরুম আছে। অথচ থাকার কথা গড়ে ৪০ জনের জন্য একটি বাথরুম।