আতঙ্কের নাম ‘হাফপ্যান্ট পার্টি’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ১১:২৪

পাঁচ থেকে সাত জনের গ্রুপ। সবার পরনে হাফপ্যান্ট কিংবা থ্রি-কোয়ার্টার। গায়ে টি-শার্ট। মুখে মুখোশ। হাতে ধারালো অস্ত্র। গভীর রাতে দেয়াল টপকে, গ্রিল কেটে ঢুকছে টার্গেট করা বাসায়। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে যাচ্ছে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা। গত দুই মাসে ঢাকার দক্ষিণাঞ্চল দোহার, কেরাণীগঞ্জ ও নবাবগঞ্জে অন্তত এমন এক ডজন ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, একটি গ্রুপই সব ঘটনায় জড়িত থাকতে পারে। গ্রুপটিকে এখনও সনাক্ত করা যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতির ঘটনাগুলো তদন্তে তিনজন অতিরিক্ত এসপিসহ এএসপি ও তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us