হংকংয়ের নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে চীন। এ উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার একটি খসড়া সিদ্ধান্ত অনুমোদন করেছে চীনের পার্লামেন্ট। এ সিদ্ধান্ত চূড়ান্ত হলে অঞ্চলটির বিভিন্ন প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব আরও কমবে এবং বেইজিংয়ের প্রতি সেখানকার রাজনীতিবিদদের আরও বেশি আনুগত্য প্রতিষ্ঠা সম্ভব হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নতুন এ পদক্ষেপের ফলে বিশ্ব অর্থনীতির অন্যতম এ কেন্দ্রের ওপর চীনের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী হস্তক্ষেপ আরও বাড়বে। এর আগে, গত বছরের জুনে হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছিল বেইজিং, যেটিকে বিরোধী মতকে দমন করার হাতিয়ার হিসেবে দেখে থাকেন সমালোচকেরা।