নারীর সুবিধা–অসুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৫:০০

বাংলাদেশ ব্যাংক ২০১৫ সালে নির্দেশনা দেয়, সন্ধ্যা ছয়টার পর নারী কর্মকর্তাদের যৌক্তিক কারণ ছাড়া কর্মক্ষেত্রে অবস্থান বাধ্যতামূলক না করা। তবে এই নির্দেশনা ২০২১ সালেও কার্যকর করেনি বেশির ভাগ ব্যাংক। এখনো অনেক নারী কর্মকর্তা রাত আটটার সময়ও অফিস থেকে বের হওয়ার সুযোগ পান না। অনেক সময় অকারণে বসিয়ে রাখার ঘটনাও ঘটছে।

ওই সময় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, লক্ষ করা যাচ্ছে, ব্যাংকিং সময়সূচির পর কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তা ছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরিতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধাপ্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us