আজ ৮ মার্চ, এ দেশে প্রথম কভিড রোগী শনাক্ত হওয়ার বর্ষপূর্তি। গত বছরের একটা সময়ে আমরা ভাবছিলাম, শেষ পর্যন্ত কভিড বোধ হয় আর এ দেশে এলো না, বিশেষ করে উহান থেকে কভিড আমদানি ঠেকিয়ে আমরা বেশ আত্মতুষ্টিতেই ভুগছিলাম। আমাদের সেই দিবাস্বপ্ন ভেঙে গিয়েছিল মার্চের এই দিনে। তারপর শুরু আমাদের দুঃস্বপ্নকাল।