আ.লীগ কর্মীর লাশ নিয়ে মিছিল করলেন স্থানীয়রা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৮:৪৭

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে প্রতিপক্ষের হামলায় ফিরোজ (৩৫) নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। তার লাশ নিয়ে বিচার দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীনের নির্দেশে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করে স্লোগান দিয়ে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।

শনিবার বিকেল ৫টায় মিরকাদিম পৌরসভার মিরাপাড়া থেকে লাশ নিয়ে মিছিল শুরু হয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় মিরাপাড়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৪মার্চ) সন্ধ্যায় প্রতিপক্ষের হামলার পরদিন শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মৃত্যবরণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us