ওয়াসার পাইপলাইন কেটে আগ্রাবাদ এলাকা সয়লাব, চরম দুর্ভোগ
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ২০:২৫
নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে ওয়াসার পাইপলাইন কাটা পড়ে বিশাল এলাকা সয়লাব হয়ে গেছে। এ ঘটনার পর পরই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং আগ্রাবাদ এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
আজ শনিবার ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।