সুন্দরবনে আগুন: বার বার তদন্ত হলেও ‘বাস্তবায়িত হয়নি’ সুপারিশ
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৯:০৩
সুন্দরবনে গত প্রায় দুই দশকে ‘২২ বার’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ‘৭১ একর’ বনভূমির সুন্দরীসহ নানা গাছ, গুল্ম-লতা ভস্মীভূত হয়েছে।
এসব অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে বিভিন্ন সময়ে বন বিভাগের গঠিত তদন্ত দল নাশকতা, অসচেতনতা, অবহেলায় ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুনকে এর জন্য দায়ী করেছে।
বনকে সুরক্ষা দিতে বন ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি, বন সংলগ্ন মরে যাওয়া নদ নদী খনন এবং সীমান্ত এলাকায় বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।