সাঁতার শুধু জীবন বাঁচাতেই সাহায্য করে না পাশাপাশি এটি একটি উত্তম ব্যায়াম। যা একজন মানুষকে সুস্থ রাখে। প্রত্যেক মানুষেরই জীবনে সাঁতার জানা খুবই প্রয়োজনীয়। কিন্তু ইট-পাথরের এই যান্ত্রিক নগর নারায়ণগঞ্জে সাঁতার কাটাতো দূরের কথা এখন শেখাটাও খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
যদিও শহরের বুক চিরে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। তবে সেই নদীতে গিয়ে সাঁতার কাটার মতো পরিবেশ অনেক আগেই হারিয়েছে। সেই সাথে সাথে পাড়া মহল্লায় থাকা পুকুরগুলোরও অস্তিত্ব বিলীন হয়ে গেছে। হাতে গোনা দু’একটি পুকুর থাকলেও সেটাতে সাঁতার কাটার পরিবেশ নেই।