‘মামা আসেন। ভাড়া বেশি লমু না। কোথায় যাবেন বলেন, পৌঁছে দিয়া আসি।’ পটুয়াখালীর মির্জাগঞ্জ শহরে রিকশায় চালকের আসনে বসা নারীর ডাক শুনে কাছে যেতেই দেখা গেল, তাঁর একটি পা পক্ষাঘাতগ্রস্ত। আরেক পায়ে রিকশা চালান।
কথা বলে জানা গেল, তাঁর নাম রোজিনা বেগম। স্বামী নেই। দুই ছেলেমেয়ে নিয়ে তিনজনের সংসার চালান ব্যাটারিচালিত রিকশা চালিয়ে। তিন মাস ধরে উপজেলায় এই কাজ করছেন তিনি। উপজেলার একটি ভাড়া বাসায় তাঁর সংসার। তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। ৭ বছর বয়সে টাইফয়েডে তাঁর বাম পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়।