স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশের দিনটিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে স্মরণ করার সময়। কারণ, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে জন্ম থেকে আজকের এই দিনে আসার পথে অনেক চড়াই–উতরাই পার হতে হয়েছে। গত পাঁচ দশকে এশিয়া ও আফ্রিকার অন্য দেশের তুলনায় আমাদের অর্জনটা প্রশংসনীয়। জাতিসংঘের কাছ থেকে আমরা সেটার স্বীকৃতিও পেয়েছি।
আমাদের আরও মনে রাখতে হবে, এই শেষের শুরুটা হয় ছয় বছর আগে। ২০১৮ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য সব সূচক আমরা প্রথম অর্জন করি। ২০১৮ থেকে ২০২১—এই তিন বছরেও আমরা সূচকের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। এবার শেষের শুরু হলো। আমাদের বিবেচনায় রাখতে হবে গত ছয় বছর যেমন গুরুত্বপূর্ণ ছিল, আগামী পাঁচ বছরও আমাদের জন্য ততোধিক গুরুত্বপূর্ণ। এই প্রকৃত শেষটা সুষ্ঠুভাবে অর্জনের জন্য আমাদের উচ্ছ্বাসের পাশাপাশি উদ্যমকে অব্যাহত রাখতে হবে।