বাংলা পপ গানের এক জাদুকরের নাম আজম খান, যিনি অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। একজন শিল্পী, পপ সম্রাট বা একটি নামই মাত্র নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এবং বাংলা গানের নতুন ধারার প্রবর্তকও—যিনি নিজেই একটি ঘটনা বা ইতিহাস, যে ইতিহাসকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। বেঁচে থাকলে আজ তাঁর ৭০তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হতো। ২০১১ সালে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জাগতিক ভ্রমণ শেষ হয় তাঁর। সংস্কৃতি অঙ্গনে তাঁর বন্ধুদের মধ্যে যাঁরা আছেন, তাঁদের মধ্যে ফেরদৌস ওয়াহিদ ও ফকির আলমগীরের সঙ্গে কথা হয়। তাঁদের স্মৃতিচারণে জানা গেল, বন্ধু হিসেবে, মানুষ হিসেবে কেমন ছিলেন পপসম্রাট আজম খান।