আবারও গণফোরামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) ড. কামাল হোসেনকে পাশ কাটিয়ে বর্ধিত সভা ডেকেছে দলটির বিদ্রোহী অংশ। এই অংশের অন্যতম প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাবি করেছেন, গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন তিন জনের একটি চক্রে ‘জিম্মি’ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে বাংলা ট্রিবিউনের কাছে তিনি এ মন্তব্য করেন।
এদিন সকালে বিদ্রোহী অংশ গণমাধ্যমে শনিবারের (২৭ ফেব্রুয়ারি) বর্ধিত সভার কথা জানানোর পর; এদিন দুপুরে মতিঝিলের চেম্বার থেকে পাঠানো এক বিবৃতিতে কামাল হোসেন জানিয়েছেন, গণফোরামের নামে প্রেস ক্লাবে শনিবার তার বা তার দলের কোনও সভা হচ্ছে না।