গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে চীনের প্রচেষ্টার ‘সম্পূর্ণ বিজয়’ হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। তাঁর শাসনামলের উল্লেখযোগ্য এই উদ্যোগের সফল বাস্তবায়ন উদযাপন করতে আজ বৃহস্পতিবার বেইজিংয়ে একটি অনুষ্ঠানে দারিদ্র্য বিজয়ের ঘোষণা দেন চিন পিং। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৮ বছরে প্রায় ১০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য সিকে কৃতিত্ব দেয় চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই অর্জনকে কমিউনিস্ট পার্টির শাসনামলের ১০০ বছর পূর্তির উপহার বলছে।
গতকাল বুধবার ‘পিপলস ডেইলি’তে দুই পাতাজুড়ে সি চিন পিংয়ের অসাধারণ এ অর্জন নিয়ে মতামত প্রকাশ করা হয়। তাতে এ অর্জনকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।