রাবির স্টিয়ারিং কমিটির নির্বাচনে উপাচার্য প্যানেলের ভরাডুবি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে উপাচার্য সমর্থিত প্যানেলের ভরাডুবি ঘটেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে আহ্বায়কসহ মাত্র ৫টি পদ পেয়েছে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সমর্থিত প্যানেল। বাকি ১৬টি পদে নির্বাচিত হয়েছে উপাচার্যবিরোধী প্যানেল থেকে।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই নির্বাচন হয়। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সদ্যবিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক মুজিবুর রহমান।