মহামারি করোনাকালেও বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। বর্তমান পরিস্থিতিতে যেকোনো দেশে যাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ হতে হয়।
গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ (বুধবার) পর্যন্ত বিদেশগামী ছয় লাখ এক হাজার ৯৭ জন করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য চার হাজার ৭৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।