বাংলাদেশের ফুটবলে অনলাইন বেটিংয়ের অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। এ নিয়ে এত দিন কিছু না বললেও আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মুখ খুলেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ম্যাচ পাতানোর ব্যাপারে ‘জিরো টলারেন্স’ তিনি।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে অনূর্ধ্ব–১৫ জাতীয় দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই। তিন দিনব্যাপী এই বাছাইয়ের উদ্বোধন করতে এসেছিলেন বাফুফে সভাপতি। সেখানেই তিনি বলেছেন, ‘ম্যাচ পাতানো, বর্ণবাদ ও মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স।’