অর্ধগলিত সেই পা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো রমেকে
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৩
গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকার কালভার্টের নিচ থেকে রোববার বিকেলে মানুষের একটি অর্ধগলিত কাটা পা উদ্ধার করেছে পুলিশ। হাঁটুর উপর থেকে কাটা ওই পা কোনো পুরুষ নাকি নারীর তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ করতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকেলে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ-হেলিপ্যাড সড়কের কালভার্টের নিচে মাছ ধরতে যান স্থানীয় এক ব্যক্তি। তিনি সেখানে বস্তায় মোড়ানো পলিথিনের একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি খোলার পর মানুষের একটি খণ্ডিত পা পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে শতশত মানুষের ভিড় জমে সেখানে। পরে গাইবান্ধা সদর থানা থেকে পুলিশ গিয়ে অর্ধগলিত সেই খণ্ডিত পা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।