দুই মাস আগেও নাক চেপে রাজধানীর ইব্রাহিমপুর খাল এলাকা পার হতে হতো। চারদিকে উৎকট গন্ধের কারণে খালপাড়ের বাসিন্দাদের জীবনও ছিল দুর্বিষহ।
ধীরে ধীরে সে অবস্থার পরিবর্তন হচ্ছে। দখল–দূষণ তো ছিলই, সঙ্গে নানা ধরনের আবর্জনা জমে খালের প্রস্থ কমে তা সরু নালায় রূপ নিয়েছিল। কিছু এলাকায় আবর্জনা এমনভাবে জমে ছিল যে সেখানে খাল আছে কি না, সেটিও বোঝার উপায় ছিল না।