ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ব্যাঙ্কালানের সমুদ্র সৈকতে আটকা পড়ে ৫২টি তিমি মারা গেছে। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে কূলে এসে আটকা পড়া তিমিগুলো ফিরতে না পেরে প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি পর্যবেক্ষণে ডেনপাসার উপকূল ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কার্যালয়ের সদস্যরা চিকিৎসক,
যন্ত্রপাতি, পূর্ব জাভা মেরিটাইম এবং ফিশারিজ এজেন্সি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে উপকূলে জড়ো হয়। খবর সিনহুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভাটার সময় কয়েক ডজন তিমিকে সমুদ্র উপকূলে পড়ে থাকতে দেখা গেছে।