গ্রাম মানেই সেখানে সবুজের মনোরম পরিবেশ। নিঃশ্বাসে মেলে স্নিগ্ধতা। শরীর ও মন-মেজাজ থাকে একদম ফুরফুরে। কিন্তু শহরে ইট পাথরের দেয়ালে ঘেরা বাড়িতে সেই স্নিগ্ধতা কই? শহুরে রুক্ষতা, দূষণের দৌলতে সবুজগুলো ধূসর হয়ে গেছে।
দিন দিন কমে যাচ্ছে গাছপালার সংখ্যাও। আর না শহরে আছে প্রাণভরে নিশ্বাস নেয়ার কোনো জো। দিন দিন যত আধুনিক হচ্ছে সমাজ, ততই যেন নষ্ট হয়ে পড়ছে প্রকৃতির সৌন্দর্য। ফলাফল আজকের এই দূষণের নগরী। আমরা চেষ্টা করলে হয়তো পুরো পৃথিবীর চিত্র পাল্টাতে পারবো না।