মিয়ানমারে সামরিক জান্তা ‘ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন’ করছে বলে অভিযোগ করেছেন প্রায় ৩শ’ এমপি। জাতিসংঘকে এই লঙ্ঘনের ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন তারা। বিবিসি জানায়, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাঠানো এক চিঠিতে এই এমপি’রা অভিযোগ করে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে।