ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫২
শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পায় এবং দেশ ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে সে বিষয়ে অগ্রাধিকার দিতে দেশের কিশোরগঞ্জে নব প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য (ভিসি) ড. জেড. এম. পারভেজ সাজ্জাদ সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন আহ্বান জানান। বিশ্বব্যাপী শিক্ষা পদ্ধতির পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব দ্রুত পাল্টে যাচ্ছে।