যে বছর বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছে, সে বছর সুইজারল্যান্ডের মহিলারা তাঁদের ভোটদানের অধিকার অর্জনের ৫০ বছর পূর্তি করছেন। গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি ২০২১) সুইজারল্যান্ডে দেশব্যাপী মহিলাদের ভোটদানের অধিকারের ৫০তম বার্ষিকী পালন করা হয়েছে।
সুইজারল্যান্ড ইউরোপের সর্বশেষ দেশগুলোর মধ্যে একটি, যেখানে ৭০–এর দশকে দেশজুড়ে গণভোটে সুইস পুরুষেরা মহিলাদের ভোটাধিকারের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন।