নিষেধাজ্ঞা শিথিল না করলে, ইরান পরমাণু চুক্তি হুমকির মুখে পড়বে
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাভাদ জারিফ হুশিয়ার করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল না করে, তবে ইরান পরমাণু চুক্তি হুমকির মুখে পড়বেI ইরানের সংবাদ মাধ্যম, 'হামশাহরি''র সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী, জারিফ বলেন, সাম্প্রতিক পাস করা আইন, এই ইস্যুতে সরকারকে কঠোর হতে বাধ্য করেছে I
পররাষ্ট্রমন্ত্রী, জারিফ বলেন, আমেরিকানদের জন্য সময় ফুরিয়ে আসছে, কারণ একেতো রয়েছে সরকারের চাপ, অন্যদিকে ইরানি নুতন বছর উৎযাপনের পর শুরু হবে নির্বাচনী আয়োজন I