বগুড়ায় “দুরারোগ্য রোগ নিরাময়ে ইউনানী ঔষধের ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মেডিসিনাল প্লান্টাস্ এন্ড হারবাল প্রোডাক্টাস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক শরিফুল ইসলাম মোল্লা। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসমেটিকস অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ হারবাল প্রডাক্টের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আবদুর রব,