বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পাঁচ বছর পার হয়েছে। চুরি হওয়া অর্থের বেশির ভাগ এখনো উদ্ধার হয়নি। আর উদ্ধারের বিষয়ে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তা কবে শেষ হবে কেউ জানে না। ফলে চুরি হয়ে যাওয়া অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংক এখনো টাকা ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী।
রিজার্ভ চুরির সঙ্গে জড়িতদের শাস্তি এবং টাকা ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালত ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কে মামলা দায়ের করেছিল। তবে তা গত বছরের মার্চে খারিজ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি), সোলায়ার রিসোর্ট ও ক্যাসিনো, মাইডাস রিসোর্ট ও ক্যাসিনো এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরে স্টেট কোর্টে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।