মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহবন্দি রয়েছেন দেশটির কয়েকশ আইনপ্রণেতা। অভ্যুত্থানের ২৪ ঘণ্টা পার হলেও দেশটির রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সু চি এবং তার সঙ্গে আটক হওয়া মন্ত্রিপরিষদের বাকি সদস্যদের অবস্থান এখনও জানা যায়নি। তবে এমপিরা নেপিদো’র আবাসিক কমপ্লেক্সেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানী নেপিদোদে এমপিদের তাদের সরকারি বাসভবনে বন্দী করা হয়। আগের দিন সেনারা অং সান সু চিসহ গণতন্ত্রপন্থী এনএলডির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে।