একে তো প্রচণ্ড ঠান্ডা, তার সাথে বেশ কয়েকদিন থেকেই যোগ হয়েছে অবিরাম বৃষ্টি৷ ফলে নদীর পানি বেড়ে, যা হবার তাই হয়েছে৷ প্রতিবছর জার্মানিতে কম-বেশি বন্যা হয়, তবে দেশের প্রাকৃতিক দূর্যোগের চিত্রের সাথে এর কোনো মিল নেই৷
ঝমঝম বৃষ্টির সাথে বাঙালির আবেগের এক দারুণ সম্পর্ক রয়েছে, কেউ বৃষ্টিতে ভিজতে ভালোবাসে আবার কেউবা শুধু বৃষ্টি পড়া দেখেই পুলকিত৷ আবার কেউ কেউ পূর্ণিমার চাঁদ দেখার মতো বৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে ওঠে৷ জার্মানিতে বৃষ্টি হয় শীতকালে আর সে বৃষ্টি কি বাঙালির অনুভূতিকে স্পর্শ করতে পারবে? তাছাড়া এদেশে বৃষ্টি পড়ে শব্দহীন নীরবে, অর্থাৎ বাইরে না তাকালে বৃষ্টির উপস্থিতি বোঝার কোনো উপায় নেই!