বাবার গোপন ছবি ফাঁসের হুমকি দিয়ে ১০ কোটি টাকা দাবি কিশোরের
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ০৯:৪২
কিছুদিন কয়েক আগে বেনামে একটি ফোন এসেছিল এক ব্যক্তির কাছে। গোপন মুহূর্তের কিছু ছবি আর পরিবারের তথ্য ফাঁস করার হুমকি দিয়ে তার কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়। হুমকি ফোন পেয়েই দ্রুত পুলিশের কাছে যান ওই ব্যক্তি। আর ঘটনার তদন্তে নেমেই জানা যায় ওই ব্ল্যাকমেইলার আর কেউ নয়, ওই ব্যক্তিরই ১১ বছরের ছেলে। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
জানা গেছে, ওই ব্যক্তি তার কিছু গোপন ছবি ই-মেইলে গচ্ছিত রেখেছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ই-মেইল যে ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটি ওই ব্যক্তিরই বাড়ির। বাবার গোপন ছবি কোনও ভাবে হাতে এসেছিল ১১ বছরের ওই ছেলের। আর এই গোপন ছবি হাতে পেয়ে একেবার বাবাকেই ব্ল্যাকমেল করার ফন্দি করে ফেলে সে। এরপর বেনামে ফোন করে ২-৫ লাখ নয়, একেবারে ১০ কোটি টাকা দাকি করে সে।